প্রকাশিত: Mon, Jan 22, 2024 10:13 PM
আপডেট: Sat, Dec 6, 2025 7:55 PM

[১]জাতীয় পার্টি হবে সংসদের বিরোধী দল: ওবায়দুল কাদের

সালেহ্ বিপ্লব: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টিই হবে সংসদের প্রধান বিরোধী দল। 

[৩] সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে কার্যনির্বাহী কমিটির বৈঠকে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা সোমবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হবে। 

[৪] ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত। তারা সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত, দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।

[৫] তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপির রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতনের কথা বলবে, সরকারের ততোই উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতো, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।

[৬] সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

[৭] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম  মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।